আভিলার সাধ্বী তেরেজার জীবনি

গত ১৫ই অক্টোবর খ্রীষ্টমন্ডলীতে  আমরা  আভিলার সাধ্বী তে‌রেজার পর্ব‌দিন উৎযাপন করলাম। আসুন আজ‌কের এই  আস‌রে শ্র‌দ্ধেয় ফাদার তি‌মির সিংহা এস. জে-র কা‌ছে শুনব ‌কিভা‌বে‌ তি‌নি জাগ‌তিক সমস্ত মোহমায়া উপেক্ষা ক‌রে নি‌জের জীবন উৎসর্গ ক‌রে‌ছি‌লেন মানব সেবার জন্য।আজ আমরা শুনবো আভিলার সাধ্বী তেরেজার জীবন কাহিনী।

Add new comment

7 + 2 =