আজকের অনুষ্ঠানে শুনবো বইয়ের রেস্তোরাঁর কথা

আজকের অনুষ্ঠান না‌ফিজা আন্জু‌মের বই রে‌স্তেরোঁ নি‌য়ে। না‌ফিজা আন্জু‌মের জন্ম ও পড়া শুনা কু‌ষ্টিয়া শহ‌রে হ‌য়ে‌ছে। এছাড়া তি‌নি যুক্তরা‌ষ্ট্রে ও ছি‌লেন। আর সেখা‌নে ডি‌সি‌তে থাকাকাল‌ীন সম‌য়ে রা‌সেদা না‌মে  এক বুকশপ ক‌ফি‌তে দেখ‌তে পান যে প্র‌তি‌দিন রে‌স্তোরাঁয় খাবার খে‌তে খে‌তে নানা রকম বই দে‌খে ও কি‌নে। আর এই  আইডিয়া থে‌কে শুরু ক‌রেন কু‌ষ্টিয়ায় মৌবন বাংলা বুকশপ কা‌ফে। ঢাকার বই রে‌স্তোরাঁ গু‌লো‌তে যেমন বই বিক্রর সময় ক‌ফি ও অন্যান্য খাবার বি‌ক্রি হয়, কিন্তু মৌবন বাংলায় শুধু স্বাদ নি‌তে পা‌রে। এখা‌নে বই বি‌ক্রি হয়না। এখা‌নে পাঠাগার কা‌ফে বল‌লে ও অত্যু‌ক্তি হ‌বে না। এক স‌ঙ্গে বই ও খাবা‌রের স্বাদ সত‌্য‌ি মজার ও আকর্ষনীয়। যারা পড়‌তে ও আড্ডা দি‌তে দু‌টোই  পছন্দ ক‌রে তা‌দের জন্য  এই  ধরনের রে‌স্তোরাঁই উপযুক্ত জায়গা।‌ মৌবন বাংলার বুক‌ সেলফ গু‌লো অক্ষর দি‌য়ে বা‌নি‌য়ে‌ছেন। যা‌দের মন অনুস‌ন্ধিৎস তারা ঠিক বুঝ‌তে পার‌বে। অক্ষর দি‌য়ে সেলভ বানা‌নো হ‌য়ে‌ছে। মোট ৬টি সেলভে ৪টি সে‌ফে এই  বই রে‌স্তোরাঁয় প্রায় তিন শতা‌ধিক বই র‌য়ে‌ছে। প্রবন্ধ, উপন্যাস, নাট‌কের বই, সব ধরণের বই র‌য়ে‌ছে। বি‌কে‌লে চা‌য়ের আড্ডা ব‌সে। সেখা‌নে অনেকের হা‌তে বই দেখা যায়। দিন দিন এর সংখ্যা বে‌ড়ে চলছে।

Add new comment

7 + 0 =