“বিশ্বে গড়তে হবে ‘ভালোবাসার সভ্যতা“ - পোপ ফ্রান্সিস

“গরিবের প্রতি তোমার হাত প্রসারিত করো।” তিনি গরিবের প্রতি মানুষের দায়িত্ব ও ধনীর কর্তব্য সর্ম্পকে কথা বলেছেন- যার সারমর্ম দাঁড়ায়, “অভাবীকে তার প্রত্যাশিত দান থেকে বঞ্চিত করো না।” প্রকৃত ভালোবাসা প্রতিযোগিতায় নয় বরং তা হলো ভাগ করে নেওয়ার উৎসাহ ও আনন্দের মধ্যে বিদ্যমান। পোপ এখানে প্রকৃত মানব প্রেমের কথাই বলতে চান। তাঁর ভাষায়, প্রকৃত মানব প্রেম সব জাতি গোষ্ঠিকে শ্রদ্ধার সাথে দেখে- কাকেও খাটো করে দেখার সংস্কৃতিকে বিশ্বাস করে না।

প্রকৃত ভালোবাসা হলো সৃজনশীল ও ভ্রাতৃত্ববোধে বিশ্বাসী উদ্যোগ- যার মধ্যদিয়ে সর্বজনীন মঙ্গল কামনার আবেদন থাকে, উদ্যোগ থাকে। প্রকৃত ভালোবাসার এই আবেদন গন্ডীবদ্ধ নয়- বরং ছোটো সমাজ, বৃহৎ সমাজ এবং আর্ন্তজাতিক পরিমন্ডলে বিস্তৃত। যা কিছু করা হয় পরিবারে, প্রতিবেশী পর্যায়ে, গ্রাম, ছোটো-বড় শহর এমনকী আর্ন্তজাতিক পর্যায়ে- সব খানেই একই ভালোবাসার বীজ থেকে এসব বেড়ে উঠে। সুতরাং বিশ্বে ভালোবাসার সভ্যতা গড়ে তোলা সবার কাম্য এবং বাঞ্চনীয়।

Add new comment

2 + 12 =