Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
১ম বিশ্ব পিতামহ-পিতামহী ও বয়ষ্ক দিবস উপলক্ষে পোপ ফ্রান্সিস এর বার্তা
গত ১৮ জুন পোপ ফ্রান্সিস ১ম বিশ্ব পিতামহ-পিতামহী ও বয়ষ্ক দিবস উপলক্ষে এক বার্তা প্রকাশ করেন।
উল্লেখ্য বিশ্ব পিতামহ-পিতামহী দিবস সাধু যোয়াকীম ও সাধ্বী আন্নার স্মরণ দিবসের কাছাকাছি রবিবারে পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রথমবারের মতো এ বছর তা পালন শুরু হবে ২৫ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ তারিখে। এই দিবসের উদ্বোধন উপলক্ষে বার্তার মূলভাব নেওয়া হয়েছে মথি রচিত মঙ্গলসমাচারের ২৮ অধ্যায়ের ৩০ পদ থেকে : ‘আমি সর্বদা তোমাদের সঙ্গে আছি।’পিতামহ/ মহীদের স্মরণ করিয়ে দিয়ে পোপ মহোদয় বলেন, স্বর্গে যাবার আগে যিশু তাঁর শিষ্যদের কাছে এ কথা বলেছিলেন।
প্রত্যেকজন বয়ষ্ক ব্যক্তিদের উদ্দেশ্য করে তিনি বলেন, সমগ্র মণ্ডলী আপনাদের ও আমাদের পাশেই আছে - আপনাকে যত্ন নেন, ভালবাসেন এবং কখনো একাকী রাখতে চান না।
পোপ মহোদয়ের বার্তাটি করোনা মহামারীর চ্যালেঞ্জ মোকাবেলার এমন এক সময়ে এসেছে যখন তা সবাইকে বিশেষভাবে বয়ষ্কদের আক্রান্ত করছে। পোপ ফ্রান্সিস বলেন, অনেকেই অসুস্থ, কেউ কেউ মারা গেছেন আবার কেউ কেউ স্বামী/স্ত্রীর বা প্রিয়জনের মৃত্যু অভিজ্ঞতা করেছে, আবার কেউ কেউ নিজেকে দীর্ঘ সময় ধরে একাকী রেখেছে।
তিনি বলেন, আমরা যা অভিজ্ঞতা করছি ঈশ্বর তা ভালো করে জানেন। যারা একাকীত্বে আছেন, বিশেষভাবে এই মহামারীর সময়ে ঈশ্বর আরো ঘনিষ্ঠভাবে তাদের সাথে আছেন। জীবনের গভীর অন্ধকার সময়েও ঈশ্বর তাঁর দূতদের প্রেরণ করেন আমাদেরকে শক্তি-সান্ত্বনা দান করতে যাতে করে আমরা বুঝতে পারি তিনি সবসময় আমাদের সাথে আছেন। স্বর্গদূতেরা কখনও নাতি-নাতনিদেও মধ্যদিয়ে, কখনো পরিবারের সদস্যদের মধ্যদিয়ে কখনো আবার জীবনের দীর্ঘ যাত্রাপথের বন্ধুদের মধ্যদিয়েও আসেন। ঈশ্বর তাঁর বাণীর আবার জীবনের দীর্ঘ যাত্রাপথের বন্ধুদের মধ্যদিয়েও আমাদের মাঝে আসেন। তাই বয়ষ্কদের প্রতিদিন মঙ্গলসমাচারের কিছু অংশ পাঠ প্রতি অনুরোধ রাখেন পোপ মহোদয়।
প্রথমবারের মতো বিশ্ব পিতামহ/মহী ও বয়ষ্ক দিবস পালন উপলক্ষে তাদের প্রতি আরো বেশি ভক্তি-শ্রদ্ধা জাগ্রত করার লক্ষে পোপ মহোদয় বিশেষ দণ্ডমোচনের ঘোষণা দিয়েছেন।
তা পেতে হলে ২৫ জুলাই পোপ মহোদয়ের পৌরহিত্যের খ্রিস্টযাগে সরাসরি বা ভার্চুয়ালি অংশ নিতে হবে, পরবর্তী দ্রুত সময়ে সাক্রামেন্তীয় পাপস্বীকার এবং দয়ার কাজ করতে হবে। - সাপ্তাহিক প্রতিবেশী
তথ্যসূত্র : news.va, এপি
Add new comment