শিশুদের বিশেষ যত্ন ও ভালবাসা দিয়ে গড়ে তোলা - পোপ ফ্রান্সিস

Photo Credit to Owner

পোপ, জাতিসংঘের সাধারণ অধিবেশনের পূর্বে এক বাণীতে বলেছেন, “লক্ষ্য লক্ষ্য শিশু বর্তমানে বিদ্যালয়ে যেতে পারছে না, বিশ্বের বিভিন্ন প্রান্তে এই চলমান অবস্থা- শিশুশ্রম বৃদ্ধি, শোষণ, তাদের অপব্যবহার এবং অপুষ্টির দিকে ঠেলে দিচ্ছে।” 
তিনি উদাহরণ টেনে বলেন, ফিলিপাইনে কমপক্ষে ২লক্ষ্য ৮০ হাজার শিশু গত মার্চ থেকে মে মাসের মধ্যে অশ্লীলবৃত্তির মতো অবৈধ ব্যবসার বলি হয়েছে। জাতিসংঘের বরাত দিয়ে পোপ বলেন, প্রতি বছর  ১কোটি ২০লক্ষ্য শিশু বা ১৮ বছরের নিচে নাবালিকার বিবাহ হচ্ছে। 
যে সব শিশু তাদের অধীকার এবং বিদ্যালয় থেকে বঞ্চিত হয়ে আছে তাদের প্রতি যত্নশীল হওয়ার জন্য পোপ নীতিনির্ধারকদের প্রতি আহ্বান জানিয়েছেন। পোপ ফ্রান্সিস, পাকিস্তানের শিক্ষা অধিবক্তা মালালা’র উদৃতি দিয়ে বলেন, “এক শিশু-এক শিক্ষক, একটি বই-একটি কলম, বিশ্বে পরিবর্তন আনতে পারে।” 

তাই আসুন, শিশুদের বিশেষ যত্ন ও ভালবাসা দিয়ে গড়ে তুলি। আমি আপনাদের সেই আর্শিবাদ দান করি।

Add new comment

6 + 8 =