Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
রাজনীতিবিদদের প্রতি পোপের আহ্বান
পোপ ফ্রান্সিস, দেশকে নিজ স্বার্থ ও দলের উর্ধ্বে রাখার জন্য রাজনীতিবিদদের আহ্বান জানিয়েছেন। করোনা ভাইরাসের এই মহামারি সংকটকালে পোপ বিশ্ব নেতাদের বলেছেন, তারা যেনো জনগণের স্বার্থকে বড় ক’রে দেখেন। ভাটিকান সিটি থেকে ভাটিকান নিউজের বরাত দিয়ে সংবাদ মাধ্যম জানাচ্ছে যে, গত ২০ এপ্রিল পোপ কাজা সান্তা মার্থা উপাসনালয়ে তাঁর খ্রিস্টযাগ অর্পণকালে বলেন, আমি সেইসব নর-নারীদের জন্য প্রার্থনা করি, যারা রাজনীতি করার আহ্বান পেয়েছেন, কারণ রাজনীতি একটা উত্তম সেবামূলক কাজ।” আজকের এই বৈশ্বিক স্বাস্থ্য সংকটকটে যারা মহামারিতে আক্রান্ত বিশেষ করে গরিবসমাজ এবং যারা গৃহহীন- তাদের প্রতি জরুরি দৃষ্টি আকর্ষণের জন্য পোপ বলেন, আমি প্রার্থনা করি, রাজনৈতিক দলগুলো যেনো দলীয় কাজে ব্যস্ত না থেকে একজোট হয়ে দেশের জনগণের মঙ্গলের জন্য কাজ করেন।”
গত ১৯ এপ্রিল, ঐশ করুণা রোববারও পোপ বলেছিলেন, ধারণার চেয়ে অধিক ধ্বংসাক্তক এই মহামারিকালে সবাইকে গ্রহণযোগ্য দৃষ্টিভঙ্গী নিয়ে এগুতে হবে। তিনি বলেন, রোগ থেকে ধীরগতিতে আরোগ্যলাভের যে নমুনা ও বাস্তবতা দেখা যাচ্ছে, তা পিছিয়ে পড়া জনগণকে ভুলে যাওয়ার প্রবণতা তৈরি হতে পারে।” যোহন রচিত সঙ্গলসমাচারে বর্ণিত নিকোদেম নামে এক ফরিসির স্বীকারোক্তির উল্লেখ করে তিনি বলেন, গুরু, আমরা ভালোভাবেই জানি, আপনি পরমেশ্বরের কাছ থেকে এসেছেন আমাদের ধর্মশিক্ষা দিতে। কারণ আপনি যে-সব অলৌকিক কাজ করে চলেছেন, তেমন কাজ কেউ করতে পারে না, যদি না পরমেশ্বর তাঁর সহায় হোন।” নিকোদেম এইভাবে স্বীকার করলেও একজন ধর্মনেতা হয়ে যিশুর শিক্ষা বুঝে উঠতে পারেন নি। তাই যিশু নিকোদেমকে বললেন, আমি আপনাকে সত্যি সত্যি বলছি, নতুন করে জন্ম না নিলে ঐশরাজ্য দেখা কারো পক্ষে সম্ভব নয়।” তারপরেও নিকোদেম যিশুর কথার অন্তর্নিহিত অর্থ না বুঝে বলেছিলেন, “যার বয়স হয়েছে, সে কী করেইবা আবার জন্ম নিতে পারে।” যিশু বললেন, পরম আত্মা থেকে যা জন্মায়, তা আত্মিক।” পোপে ভাষায়, অবস্থা শুধু বাইরে থেকে না দেখে বাস্তবতার গভীরে প্রবেশ করতে হবে।
পোপ ফ্রান্সিস বলেন, এই আত্মা সীমাহীন। তবে একজন উত্তম খ্রিস্টান শুধু আজ্ঞাই মেনে চলেন না, তার থেকেও সে অধিক।” তিনি বলেন, একজন ভালো খ্রিস্টান হলেন সেই ব্যক্তি যার মধ্যে পবিত্র আত্মা প্রবেশ ক’রে তাকে আত্মার প্রয়োজনে পরিচালিত করে।” শিষ্যেরা যখন সমস্যায় পড়তেন তখন তারা যিশুর কাছে যেতেন, আর যিশু তাদের আত্মায় পরিপূর্ণ করতেন। কারণ, প্রার্থনা হলো আত্মাতে প্রবেশের একমাত্র দরজা এবং এই আত্মাই মানুষকে স্বাধীন করে তোলে।”
পোপ তাঁর উপদেশবাণীর শেষে এসে বলেন, আমি প্রার্থনা করি যেনো প্রত্যেকেই পবিত্র আত্মার কাছ থেকে কাজের সাহস লাভ করেন,” এবং তাই “ঈশ্বর সর্বদা আমাদের তাঁর আত্মার সাথে সাথে রাখুন, যেনো আমরা প্রভুরই সেবা করতে পারি।” - ফাদার সুনিল রোজারিও।
Add new comment