ভ্রাতৃত্ব হলো শান্তির ভিত্তি এবং পথ - পোপ ফ্রান্সিস

পুণ্যপিতা পোপ ফ্রান্সিস প্রতি বছর বিশ্ব শান্তি দিবসের বাণী প্রেরণ করেন। আর সেই বাণী হিসেবে তিনি নিয়েছেন ভ্রাতৃত্ব হলো শান্তির ভিত্তি এবং পথ।

তিনি সকলের অথাৎ প্রতিটি ব্যক্তি ও জনগোষ্ঠির আনন্দ ও আশাপূর্ণ জীবন কামনা করেন। তাঁর বাণীর মূল বিষয় ‘ভ্রাতৃত্ব’, যা একটি অতি গুরত্বপূর্ণ মানবিক দিক কারণ আমরা পরস্পর সম্পর্কযুক্ত মানুষ।

পোপ মহোদয় আরো বলেন, ভ্রাতৃত্ব ছাড়া ন্যায্য সমাজ এবং খাঁটি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। কারণ প্রতিটি পরিবারই ভ্রাতৃত্বের ঝর্ণাধারা। পরিবারই শান্তির ভিত্তি ও প্রথম পথ, সাড়া বিশ্বে ভালবাসা ছড়িয়ে দেওয়া পরিবারেরই প্রধান আহ্বান।

আধুনিক তথ্য প্রযুক্তি -যোগাযোগ, আমাদেরকে বিশ্বের জাতীসমূহের মধ্যে একতা ও সম্মিলিত লক্ষ্য সম্পর্কে সচেতন করে থাকে। তাই তিনি বলেন আমাদের আহ্বান, প্রতিবেশী ভাইবোনদের নিয়ে একটি সমাজ গঠন করা যেখানে একে অন্যকে গ্রহণ ও যত্ন করবে কিন্তু দেখা যায় ‘উদাসানতার বিশ্বায়ন’ দ্বারা আহ্বানটি প্রায়ই অবহেলা করা হয়।

পোপ বলেন ঈশ্বরের পিতৃত্বের মধ্যেই ,আমরা ভ্রাতৃত্বের ভিত্তি খুঁজে পাই। ঈশ্বরের পরিবারে যেখানে সকলেই একই পিতার পুত্র ও কন্যা তা অবহেলা করার কোন সুযোগ নেই।

তাই ভ্রাতৃত্ববোধ সামাজিক শান্তি আনয়ন করে কারণ এটি স্বাধীনতা ও ন্যায়বিচারের মধ্যে, ব্যক্তিগত দায়িত্ব ও সমদায়িত্ববোধের মধ্যে, ব্যক্তির মঙ্গল ও সামগ্রিক মঙ্গলের মধ্যে একটি ভারসাম্য আনয়ন করে থাকে।

তাই আসুন, আমরা আমাদের প্রতিদিনকার জীবন চলার পথে ভ্রাতৃত্ব স্থাপন করি আর পৃথিবীকে শান্তির আবাসে পরিপূর্ন করি। আমি আপনাদের সেই আর্শিবাদ দান করি।

Add new comment

8 + 6 =