ভাটিকান সিটির অন্যতম একটি নির্দশন হলো সিক্ট্রিন চ্যাপেল

১৪৯২ সাল থেকে এই চ্যাপেলটি মূলত নতুন পোপ নির্বাচনের জন্য ববহার করা হয় যা এখন পর্যন্ত চলমান রয়েছে। যখন কোনো পোপ মৃত্যুবরণ করেন বা কোন পোপ পোপীয় দায়িত্ব থেকে অব্যাহতি গ্রহণ করেন তখন তাঁর উত্তরসূরী পোপ নির্বাচন করার জন্য খ্রীষ্টমণ্ডলীর আঁশি বছরের নিচে সকল কার্ডিনাল অর্থাৎ(কলেজ অব কার্ডিনাল) এই চ্যাপেলে মিলিত হয়। এই সময় চ্যাপেলের দারজা বন্ধ থাকে, তাই একে রুদ্ধদ্বার সভাও বলা হয়। কার্ডিনালগণ প্রার্থনা করেন এবং নতুন পোপ নিবার্চন করার জন্য ভোট প্রদান করেন। পোপ নির্বাচিত হন কার্ডিনালদের ভোটে, এবং কার্ডিনালদের মধ্যে থেকে একজন।   

Add new comment

8 + 8 =