বিশ্ব দরিদ্র দিবস উপলক্ষে পোপ ফ্রান্সিস এর বাণী

 “গরিবের আশা কখনো ধ্বংস হবে না।”“গরিবের প্রতি তোমার হাত প্রসারিত করো।” বাইবেলের প্রাচীন নিয়মের বেন সিরাকের রচনাবলীর ৪ অধ্যায় থেকে এই বিষয়টি বাছাই করা হয়েছে। এই অধ্যায়ে বেন সিরাক, গরিবের প্রতি মানুষের দায়িত্ব ও ধনীর কর্তব্য সর্ম্পকে কথা বলেছেন- যার সারমর্ম দাঁড়ায়, “অভাবীকে তার প্রত্যাশিত দান থেকে বঞ্চিত করো না।” পোপ ফ্রান্সিস ভাটিকান সিটি থেকে গত ১৩ জুন, পাদুয়ার সাধু আন্তনীর মহাপর্ব দিবসে চলতি বছরের বিশ্ব গরিব দিবসের বাণী গণমাধ্যমে প্রকাশ করেছেন।

চতুর্থ বিশ্ব দরিদ্র দিবসের বাণীর শুরুতেই পোপ ফ্রান্সিস বেন সিরাকের রচনাবলী থেকে উদৃতি দিয়ে বলেন, “গরিবের প্রতি তোমার হাত প্রসারিত করো।” পোপ তাঁর গভীর পর্যবেক্ষণ থেকে বলেন, “গ্রন্থকার তার রচনায় মানুষের বাস্তব জীবনের সুনির্দিষ্ট দিকগুলো তুলে ধরেছেন, যার মধ্যে একটি হলো দরিদ্রতা।”

Add new comment

13 + 1 =