Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বিশ্ব অভিবাসী ও শরনার্থী দিবসে পোপের বাণী
Wednesday, October 07, 2020
মণ্ডলী ১৯১৪ খ্রীষ্টবর্ষ থেকে বিশ্ব অভিবাসী ও শরনার্থী দিবস উদযাপন করে আসছে। এটি একটি উত্তম উপলক্ষ বিভিন্ন প্রকারের দুর্বল মানুষের প্রতি উদ্বেগ ও মমতা দেখানোর জন্য, প্রার্থনা করার জন্য কারন তারা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং মাইগ্রেশনও যে আমাদের অনেক সুযোগ বা ইতিবচক দিক তৈরী করে সেই বিষয়ে সচেতন করা।
প্রতি বছর সেপ্টেম্বরের শেষ রবিবার হচ্ছে বিশ্ব অভিবাসী ও শরণার্থী দিবস। ২০২০ খ্রীষ্টবর্ষে এটি উদযাপিত হবে ২৭ সেপ্টেম্বর। এই বছরের বাণীর শিরোনান হিসেবে পোপমহেদয় বেছে নিয়েছের “খ্রীষ্টের মতো পালাতে বাধ্য হওয়া” যাতে আমরা অভ্যন্তরীন বান্তুচ্যুত ব্যক্তিদের প্রতি পালকীয় যত্নের উপর গুরুত্ব দেই।
Add new comment