পোপ ফ্রান্সিস সমুদ্রের মাছ ধরার জেলে ও নাবিকদের জন্য প্রার্থনা করেন

পোপ ফ্রান্সিস বলেন, আমরা যদি একটু অনুধাবন করি তা হলে দেখতে পাই যে, যারা সমুদ্রে মাছ ধরে অর্থাৎ জেলে এবং যারা সমুদ্রে জাহাজ পরিচালনা করে নাবিক তাদের জীবন কতই না কঠিন এবং ভয়াবহ। বিশ্বের মানুষকে সমুদ্র থেকে মাছ ধরে খাওয়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পোপ ফ্রান্সিস সামুদ্রিক কর্মীদের এবং ফিশারফোককে ধন্যবাদ জানিয়েছেন। এই মহামারি করোনাকালীন সময়ে পোপ ফ্রান্সিস, তাদের কষ্টের কথা চিন্তা করে, তাদের কাজের উৎসাহ দিয়ে বলেন, আপনারা ভয় পাবেন না, আপনারা-আপনাদের কাজ চালিয়ে যান, আপনার একা নন, আপনাদের সাথে আমরা আছি। যারা সমুদ্রে মাছ ধরেন এবং সমুদ্রে জাহাজ পরিচালনা করেন নাবিকগন রয়েছেন তাদের এবং তাদের পরিবারের কাছ থেকে যারা দূরে রয়েছেন পোপ ফ্রান্সিস তাদের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন এই সুন্দর কাজের জন্য। নাবিক বা জেলে এবং তাদের পরিবারগুলির জীবন খুবই কঠিন । কখনও কখনও তারা জোর করে শ্রমের শিকার হয় বা দূরের বন্দরগুলিতে পিছনে পড়ে থাকে। শিল্প ফিশিংয়ের প্রতিযোগিতা এবং পরিবেশ দূষণের সমস্যা দিন দিন তাদের কাজকে আরও জটিল করে তুলেছে। সমুদ্রের মাছ ধরার মানুষ না থাকলে, পৃথিবীর অনেক মানুষই অনাহারী হত এবং মাছ খাওয়া থেকে বিরত থাকত। বর্তমানে সমুদ্রের মাছ ধরার জেলেরা অনেক সমস্যার সম্মুখিন হচ্ছে, তার মধ্যে কিছু কিছু অঞ্চলে জাহাজগুলি সমুদ্র জলদস্যুদের টার্গেট পরছে । ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে 745 জন সামুদ্রিক মাছ ধরার জেলে মারা গেছেন এবং ৮,6১১ জন আহত হয়েছেন। বিশ্বে প্রায় 3 বিলিয়ন মানুষ তাদের জীবিকার জন্য সামুদ্রিক এবং উপকূলীয় জীববৈচিত্রের উপর নির্ভরশীল। অন্যদিকে প্রায় 200 মিলিয়ন মানুষ প্রত্যক্ষ বা পরক্ষভাবে মাছ ধরা শিল্পের দ্বারা নিযুক্ত রয়েছেন। পরিশেষে পোপ মহোদয় সমুদ্রের মাছ ধরার জেলে ও  নাবিকদের এবং তাদের পরিবারে সকল সদস্যদের বিশেষ আর্শিবাদ দান করেন।

Add new comment

2 + 0 =