পোপ ও ইটালীর প্র‌তি অর্থডক্স মণ্ডলীর ধর্মাধ‌ক্ষের একাত্মতা প্রকাশ

খ্রী‌ষ্টিয় ঐক্য বিষয়ক প্রাচ্য মণ্ডলীর মহাধর্মপা‌লের পোপ ফ্রা‌ন্সিস ও ইটালীর রাষ্ট্রপ‌তির কা‌ছে সহ‌র্মিতা প্রকাশ   কনস্টান‌টি‌নোপ‌লের ঐক্য বিষয়ক প্রাচ্য মণ্ডলীর মহা ধর্মপাল বার্থ‌লো‌মেয় পোপ ফ্রা‌ন্সিস ও ইটালীর রাষ্টপ‌তির কা‌ছে পৃথক পৃথক বাণী পা‌ঠি‌য়ে তা‌দে‌র দেশ এবং দানববা‌হিনীর মহাদানব ক‌রোনা ভাইরা‌সের সা‌থে মল্লযুদ্ধরত যে অবস্থা, তার সা‌থে একাত্মতা/সহম‌র্মিতা প্রকাশ ক‌রে‌ছেন।

‌বি‌শ্বের অর্থডক্স খ্রীষ্ট‌বিশ্বাসী‌দের  এই আধ্যা‌ত্মিক/ধর্মীয় নেতা ইটালীর এই  প‌রি‌স্থি‌তি‌তে  স্বাস্থ্য‌সেবাদানরত কর্মীগণ ত্যাগস্বীকার ও সাহসীকতার যে ম‌নোভাব /উদ্যম প্রকাশ কর‌ছেন/প‌রিচয় দি‌চ্ছেন, তার প্রশংসা ক‌রে‌ছেন; পী‌ড়িত ও‌ নিপীড়িতদের পা‌সে থে‌কে তা‌দের সুস্থ্য ক'‌রে তোলার জন্য ডাক্তার ও নার্সগ‌ণের  ঐকা‌ন্তিক প্র‌চেষ্টার জন্য তা‌দের প্র‌তি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রে‌ছেন।

প্যা‌ট্রিয়ার্ক বার্থ‌লো‌মেয় প্র‌তিশ্রু‌তি দি‌য়ে‌ছেন যে, "যারা অসুস্থ তা‌দের সুস্থতার জন্য, যারা মৃত্যুবরণ ক‌রে‌ছেন তা‌দের অনন্ত বিশ্রাম কামনা ক‌রে ও তা‌দের আত্মীয়স্বন‌দের সান্তনা কামনা ক‌'রে এই প‌বিত্র  তপস্যাকা‌লে বা প্রায়শ্চিওকালে আমাদের প্রভু ও মুক্তিদাতা যীশুখ্রীস্টের কাছে নিয়তই প্রার্থনা করবেন।   

এর আগে অর্থডক্স মণ্ডলীর বিশ্বাসীব‌র্গের কা‌ছে এক বাণী‌তে প্যা‌ট্রিয়ার্ক বার্থ‌লো‌মেয় মার্চ মা‌সের শেষ দিন পর্যন্ত মাণ্ড‌লিক সকল উপাসনা ও ঔপাস‌নিক/ধর্মীয় সভা-প্রার্থনা স্থগিত রাখার  আহবান জানান |

৮০ বছর বয়স্ক পরম শ্রদ্ধাভাজন প্রাচ্য মণ্ডলীর এই মহাধর্মপাল তার বিশ্বাসীবর্গ‌কে জোর পরামর্শ   দিয়ে ব‌লেন যে,  তারা যেন গৃহে অবস্থান  করা থে‌কে শুরু ক'‌রে রাষ্ট্রীয় কর্তৃপক্ষগ‌ণের সকল ঘোষণা ও বিধি-নির্দেশের প্রতি সন্মান প্রদর্শন করে ও সকল বিধি-নির্দেশ পালন করে। এই বাণীর মধ্যদিয়েই তিনি মহামারী করোনা ভাইরাস রোধে একাত্নতা প্রকাশ করেন।  

Add new comment

5 + 1 =