Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
পরিবার ও চার্চের মধ্যে ঐক্যের জন্য পোপের প্রার্থনা
গোটা বিশ্বজুড়ে পরিবারগুলো করোনা ভাইরাস মহামারির কারণে ঘরে ঘরে যে বিচ্ছিন্ন হয়ে আছেন, তাদের জন্য পোপ ফ্রান্সিস ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন। গত পাঁচ তারিখে পোপ তাঁর পবিত্র খ্রিস্টাযাগ অপর্ণকালে বলেছেন, বন্দি অবস্থায় থাকা পরিবারগুলো এমন সব করার চেষ্টা করছেন, যা আগে আর তারা কোন সময় করেননি। গৃহবন্দি থাকা অবস্থায় অনেকে আবার ‘গৃহনির্যাতনের’ শিকার হচ্ছেন উল্লেখ করে পোপ ঈশ্বরভক্ত পরিবারের কাছে, তাদের জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছে, যেন এই সংকটকালে মানুষ পরিবারে ধৈর্য্য ও শান্তি রক্ষা করতে পারেন।
গণমাধ্যম গৃহনির্যাতনের বিষয় যে প্রতিবেদন প্রকাশ করছে তার উদৃতি দিয়ে পোপ বলেন, গত মাসে জাতিসংঘ এই বিষয়টির উপর দৃষ্টি আকর্ষণ ক’রে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তনীও গুতারেস বলেছেন, “প্রতিটি সরকারের এই মহামারির সময় প্রথম করণীয় হবে, পরিবারে নারীদের নিরাপত্তা নিশ্চিত করা।”
পোপ নিয়মিত খ্রিস্টযাগে তাঁর উপদেশবাণীতে সবাইকে এই মুহুর্তে অনৈক্য অবস্থানে না থেকে ঐক্যের মধ্যে থাকার গুরুত্ব তুলে ধরেন। পোপ সতর্ক করে দিয়ে বলেন, মানুষের ধারণাগত অবস্থান- এমনকি চার্চের মধ্যেও এমনটি দেখা যাচ্ছে যে, শুধুমাত্র ধারণাগত অবস্থানের কারণে, পবিত্র আত্মা- যিনি আমাদের পরিচালিত করেন সেটাও তেমন গুরুত্ব পায় না। এই চরিত্র বিভিন্ন চার্চের মধ্যেও বিভাজন সৃষ্টি করতে পারে। পোপ বলেন, “বিভিন্ন মতবাদ ও তার মধ্যে অবস্থান, অনৈক্য সৃষ্টি করে যেটাকে মনে করা হয় ঐক্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।” পোপ পুনরায় বলেন, “বিভিন্ন চার্চের মধ্যে অসুস্থতার উৎস হল বিভিন্ন রকমের মতবাদ এবং ধর্মীয় বৈপরীত্য।”
পোপ এই প্রসঙ্গে বলেন, মন্ডলিগুলোর মধ্যে চিন্তা ভাবনার পুরণো ইতিহাস হলো- নিজেরা সত্য আর অন্যেরা মন্দ। এটা হলো, “আমাদের এবং অন্যের মানসিকতা” যা অন্যকে দোষারূপ করে বলে- “ঈশ্বরের কাছে আমরাই আমাদের প্রকৃত অবস্থান তুলে ধরছি।”
পোপের আবাসিক উপাসনালয় কাজা সান্তা মার্থা থেকে তাঁর উপদেশবাণীতে জোর দিয়ে বলেন, “খ্রিস্ট সবার জন্যই মৃত্যুবরণ করেছেন- যে তাঁকে বিশ্বাস করে না তার জন্যও। সেই সাথে যারা অন্য ধর্মে বিশ্বাসী তাদের জন্যও।” পোপ, দ্বিতীয় ভাটিকান মহাসভার পরবর্তী দিনগুলোর দিকে ইংগীত দিয়ে বলেন, “ মহাসভা বিভিন্নজনকে বিভিন্নভাবে চিন্তা করার অনুমোদন দিয়েছেন, কিন্তু একই সাথে উত্তম মেষপালক যিশুর নামে ঐক্যতা বজায় রাখারও আহ্বান জানিয়েছে।
Add new comment