Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
জনগণকে কোভিড-১৯ এর টিকা নিতে পোপ ফ্রান্সিসের আহ্বান
উত্তর ও দক্ষিণ আমেরিকার বিশপদের সাথে কণ্ঠ মিলিয়ে পোপ ফ্রান্সিসও করোনা-১৯ এর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সকলকে উদাত্ত আহ্বান জানান।
গত ১৮ আগস্ট এক ভিডিও বার্তায় পোপ ফ্রান্সিস নিরাপদ ও কার্যকরী কোভিড-১৯ টিকা তৈরি করার জন্য গবেষক ও বিজ্ঞানীদের ভূয়সী প্রশংসা করেছেন।
তিনি বলেন, ঈশ্বরের অনুগ্রহ আর বিভিন্ন মানুষের প্রচেষ্টায় কোভিড-১৯থেকে রক্ষা পাবার জন্য আমাদের কাছে এখন টিকা আছে। এই টিকা মহামারীর সমাপ্তি টানতে আমাদের মধ্যে আশা জাগাচ্ছে। কিন্তু তা সম্ভব হবে যদি তা সকলের জন্য সহজপ্রাপ্য হয়। তার জন্য আমাদের সকলকেই সহযোগিতা করতে হবে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদিত কোভিড টিকা গ্রহণ ও প্রদান হলো ভালোবাসার একটি কাজ। টিকা গ্রহণে অন্যকে সহায়তা করাও ভালোবাসার একটি কাজ। এটি প্রকাশ করে, নিজের, পরিবার ও বন্ধুদের জন্য ভালোবাসা। আসলে ভালোবাসা কিন্তু সামাজিক ও রাজনৈতিকও বটে। যা সমাজ রূপান্তর ও উন্নয়নে ব্যক্তিগত ছোট-ছোট উদ্যোগের উপর ভিত্তি করেই গড়ে ওঠে। টিকা গ্রহণ খুব সহজ একটি কাজ যা গভীরভাবে অন্যকে যতœ দানে সহায়ক।
পোপ মহোদয় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন যেন আমরা প্রত্যেকেই আমাদের ভালোবাসার ছোট ছোট প্রকাশ করতে পারি। প্রকাশভঙ্গি যত ছোটই হোক, ভালোবাসা সবসময় মহান। তাই ভালোবাসার ছোট ছোট প্রকাশ করে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে হবে।
সংবাদ : সাপ্তাহিক প্রতিবেশী
Add new comment