ঈশ্বরের সহিষ্ণুতা, আশায় আমাদের হৃদয়-মন উন্মুক্ত করে-পোপ ফ্রান্সিস

Photo Credit to Alberto Pizzoli

পুণ্যপিতা পোপ ফ্রান্সিস প্রার্থনা করে বলেন, ধন্যা কুমারী মারীয়া আমাদেরকে ঈশ্বরের ধৈর্যশীলতা বুঝতে ও অনুসরণ করতে সাহায্য করে। ঈশ্বর চান তাঁর কোন সন্তানই যেন হারিয়ে না যায় কারণ তিনি আমাদের সকলকে ভালবাসেন।

শ্যামা ঘাসের উপমা কাহিনী দিয়ে পুণ্যপিতা বলেন, ঈশ্বরের ধৈর্যশীলতা বুঝতে যীশু আমাদের সাহায্য করেন যাতে আমরা আশায় হৃদয়-মন উন্মুক্ত করতে পারি।

মঙ্গলসমাচারে যীশু, শ্যামা ঘাসের উপমা কাহিনীতে বলেন, জমির মালিক জমিতে গমের বীজ বপন করেছে কিন্তু তার শত্রু রাতের বেলায় এসে একই জমিতে শ্যামা ঘাসের বীজ বপন করে দিয়েছে। গম আর শ্যামা ঘাস এক সাথে বেড়ে উঠার সময় চাকরেরা  শ্যামা ঘাসগুলো উঠিয়ে দিতে চেয়েছিল। কিন্তু মালিক ফসল পাকা পর্যন্ত অপেক্ষা করতে বলেন কারন তা না হলে তারা শ্যামা ঘাসের সাথে গমও উঠিয়ে ফেলবে।

পোপ ফ্রান্সিস বলেন, জমির মালিক হলেন সয়ং ঈশ্বর যিনি সর্বদাই ভাল বীজই বপন করেন এবং তাঁর লক্ষ্য হল উত্তম ফসল লাভ করা। আর শত্রু হল শয়তান যে নাকি ঈশ্বরের বিশুদ্ধ প্রতিদ্বন্দ্বি যে হিংসা ও ইর্ষার কারণে  ঈশ্বরের কাজকে প্রতিহত করতে চায়। শয়তানের উদ্দেশ্য হল মুক্তির কাজে ব্যাঘাত ঘটানো, ঈশ্বরের রাজ্য যেন বিস্তার লাভ করতে না পারে তার জন্য মন্দ লোকের মাধ্যমে পাথরের দেয়াল তৈরী করা।

গম ও শ্যামা ঘাস ভাল ও মন্দের অবাস্তব কোন চিহ্ন নয়, কিন্তু মানুষেরই প্রতিরূপ যে ঈশ্বর বা শয়তানকে অনুসরণ করতে পারে। 

অনেকবার আমরা শুনে থাকি যে, কোন কোন পরিবার বা সম্প্রদায়ে শান্তি বিরাজ করছিল, কিন্তু হঠাৎ দ্বিধাবিভক্ত হয়ে গেল- সংঘর্ষ, ইর্ষা বা কুৎসিত কোন ঘটনার কারণে। আমরা শয়তানের প্ররোচনায় কতভাবেই না পরচর্চার প্রলোভনে পড়ি  আর এর মাধ্যমে আমরা অন্যকে ধ্বংস করি।

যারা মানুষের সীমাবদ্ধতা ও অপূর্ণতাকে অবলম্বন করে নিজেদের স্বার্থসিদ্ধি করে পুণ্যপিতা আজ তাদের সাবধান করছেন। পক্ষান্তরে, অনেকেই আছে যারা প্রকৃত ভালকে চিনতে পারে, মণ্ডলীর উর্বর জমিতে তারা নীরবে বেড়ে উঠে, পরিপক্কতার ও বিশ্বাসের চাষ করে এবং তারাই ঈশ্বরের লক্ষ পূরণে সহযোগিতা করে।

পুণ্যপিতা আমাদের স¥রণ করিয়ে দিয়ে বলেন, শেষকালে আমাদের জীবনে একমাত্র ঈশ্বরই, যারা ভাল তাদের পুরস্কার দিবেন, আর যারা মন্দ তাদের শাস্তি দিবেন। তাই আসুন, আমরা আমাদের প্রতিদিনকার জীবন চলার পথে ভাল ভাল কাজ করার মধ্যদিয়ে এই পৃথিবীতে বেঁচে থাকি। আমি আপনাদের সেই আর্শিবাদ দান করি।

Add new comment

5 + 12 =