Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ইন্দোনেশিয়ার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য পোপ ফ্রান্সিসের প্রার্থনা
শনিবার ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করে প্রার্থনা করেছেন পোপ ফ্রান্সিস ।
পোপ ফ্রান্সিস বলেছেন ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে দ্বীপে ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু ও ধ্বংসের খবর শুনে তিনি খুবই মর্মাহত ।
ইন্দোনেশিয়ায় প্রেরিত টেলিগ্রামে পোপ বলেন, বিপর্যয়ে নিহত সকল ক্ষতিগ্রস্থদের প্রতি আন্তরিক সমবেদনা জানিচ্ছি এবং নিহতদের আত্মা শান্তিতে , আহত ও শোকসন্তপ্ত পরিবারের নিরাময় এর জন্য প্রার্থনা করছি । ′′
শুক্রবার মধ্যরাতে ইন্দোনেশিয়ার সুলোয়েসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে । ভূমিকম্পে প্রায় ৪৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত । ত্রাণ কাজ চলছে, এখনো অনেক ঘরবাড়ি ও ভবন ধসে পড়ার সম্ভাবনা রয়েছে।
পোপ ফ্রান্সিস ইন্দোনেশিয়ার ভ্যাটিকান রাষ্ট্রদূত এবং স্থানীয় কর্তৃপক্ষকে প্রার্থনার আশ্বাস দিয়েছেন এবং অনুসন্ধান ও ত্রাণ কাজে জড়িত সবাইকে উৎসাহিত করেছেন ।
ইন্দোনেশিয়া দুর্যোগ সংস্থা জানিয়েছে মৃতদেহ বেড়ে যেতে পারে । বাড়িঘর ও বিল্ডিং এর নিচে আটকে পড়া মৃতদেহ অপসারণ চলছে । সংস্থাটি জানিয়েছে যে প্রায় ১৫,০০০ জনকে অস্থায়ী আশ্রয়স্থলে রাখা হয়েছে ।
Add new comment