আশাই আমাদের শান্তির পথে ধরে রাখে-পোপ ফ্রান্সিস

পোপ ফ্রান্সিস বলেন, আশাই আমাদের শান্তির পথে, ধরে রাখে। অন্যদিকে, অবিশ্বাস ও ভয় সম্পর্ক দুর্বল করে- সেই সাথে সহিংসতার ঝুঁকি তৈরি করে। পোপ অনুরোধ করে বলেন, আমরা যেনো সবাই শান্তির শিল্পী হয়ে উঠি এবং পুর্ণমিলনের আলোকে সংলাপ স্থাপন করে জীবনকে নতুনরূপে প্রকাশ করি। কারণ আশাই আমাদের সামনের দিকে যাবার পথ দেখায়। অন্যদিকে মানব ইতিহাস থেকে জন্ম নেওয়া যুদ্ধ এবং সংঘর্ষ এখনো দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে ক্ষতিগ্রস্থ করে দুঃখ ও অন্যায্যতাকেই উৎসাহিত করে তুলছে।
একমাত্র ভ্রাতৃপ্রেম মানবতার সহজাত আহ্বান হতে পারে। কিন্তু বাস্তবে ভ্রাতৃপ্রেমের বদলে দেখা যায় লাগাতারভাবে নিজ স্বার্থ-সাধন, দুর্ণীতি সেই সাথে ঘৃণা, যা সহিংসতা সৃষ্টি করছে। প্রতিদিনই নারী-পুরুষ, যুবক-বৃদ্ধের একটি বিশাল জনগোষ্ঠীর মর্যাদা, স্বাধীনতা, সহমর্মীতা, ধর্মীয় স্বাধীনতা এবং ভবিষ্যতের আশা অনিশ্চিত হয়ে পড়ছে।

পোপ বলেন, প্রতিটি যুদ্ধ ভ্রাতৃহত্যার শামিল, এবং যা মানব পরিবারের সহজাত ভালোবাসার আহ্বানকে বিনষ্ট করে।

পোপ বলেন, পিতা ঈশ্বরের দেওয়া মহান কৃপা মানুষের মধ্যে রয়েছে, যে কৃপার দ্বারা মানুষ স্বার্থহীন ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে, একে অন্যের জন্য শান্তি উৎসর্গ করতে পারেন। আমাদের দৈনন্দিন জীবনে পবিত্র আত্মা সেভাবেই অনুপ্রেরণা দান করে থাকেন, যাতে আমরা শান্তি শিল্পী হয়ে ওঠতে পারি। আমি আপনাদের সেই আর্শিবাদ দান করি।

Add new comment

4 + 8 =