আমাদের পরিবার

পোপ ফ্রান্সিস বলেন এই করোনাকালে পরিবার সুরক্ষা খুবই গুরুত্বপূর্ণ

র্বতমানে পরবিাররে সুরক্ষা অতীব গুরুত্বর্পূণ  । কারণ পরবিার এখন অনকে ঝুঁকি এবং সমস্যার সম্মখীন হচ্ছে । দ্রুত গতরি এই যান্ত্রকি জীবনরে আস্ফালনে (চাপে) পারবিারকি বন্ধন ভঙ্গুর হয়ে পরেছে যার ফলে পিতা মাতারা ভুলইে গেছে শিশুদের সময় দিতে,  তাদরে সাথে খলেতে ।  

এই মুর্হূতে মণ্ডলীর গুরুত্বর্পূণ কাজ হচ্ছে পরিবারকে উৎসাহ দওেয়া, তাদরে পাশে থাকা এবং কভিাবে এই কঠনি সময় অতক্রিম করা যায় তার সমাধান খুঁজে তাদরে সাহায্য করা, তাদরে সাথে পথ চলা।  

বিশেষভাবে প্রার্থনা করি, পরিবারে ভালবাসা, শ্রদ্ধা  ও  সহায়তা নিত্য বিরাজিত থাকে এবং রাষ্ট্র দ্বারা পরিবার যেন সর্বদা সুরক্ষিত থাকে ।

Add new comment

2 + 3 =