Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
অস্ত্ররে তহবিল করোনা ভাইরাসরে টিকা আবস্কিাররে গবষেণায় ব্যয়
কদিন আগে নতুন করোনাভাইরাসের টিকা উদ্ভাবনে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সহযোগিতার ওপর জোর দিয়েছিলেন ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। কেউ টিকা আবিষ্কারে সফল হলে, তা বিশ্বের সবার সঙ্গে ভাগাভাগি করে নেয়ারও আহ্বান জানান তিনি। এবার তিনি অস্ত্রের জন্য বরাদ্দ তহবিল পরবর্তী মহামারি ঠেকানোর গবেষণায় ব্যায় করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন।
গত কয়েকদিন আগে ভ্যাটিকানে, প্রায় তিন মাসের মধ্যে সবচেয়ে বড় প্রার্থনাসভা পরিচালনাকালে তিনি এ আহ্বান জানান। এ প্রার্থনাসভায় অংশ নেওয়া প্রায় ১৩০ জনের মধ্যে করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত অনেকেই ছিল। ভ্যাটিকানের উদ্যানে অনুষ্ঠিত প্রার্থনায় তাদের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৫০টি ক্যাথলিক স্থাপনায় থাকা আরো কয়েক হাজার খ্রিস্টধর্মাবলম্বী যুক্ত হয়। ভিডিও লিংকের মাধ্যমে ২৫টি স্থানের প্রার্থনাকারীদের দেখানো হয় উদ্যানের বড় পর্দায়।
পোপের সঙ্গে প্রার্থনায় যারা ছিল তাদের মধ্যে ইতালির চিকিৎসক, নার্স, অ্যাম্বুল্যান্সচালক, পাশাপাশি নতুন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর, সেরে ওঠা রোগী, ও কভিড-১৯-এ, মৃত্যবরণ করেছেন তাদের পরিবারের সদস্যরাও ছিল।
অংশগ্রহণকারীদের বেশির ভাগেরই মুখে মাস্ক থাকলেও, মাইক্রোফোনে প্রার্থনা করার সময় তারা মাস্ক খুলে রেখেছিল। ৮৩ বছর বয়সী পোপ ফ্রান্সিস অন্যদের চেয়ে কয়েক মিটার দূরে বসেছিলেন, তাঁর মুখে মাস্ক ছিল না। প্রার্থনার সমাপ্তিতে পোপ ফ্রান্সিস জাতীয় নেতাদের দূরদর্শী মনোভাব গ্রহণ করা উচিত বলে মনে করেন।
Add new comment