সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠান

আজকের সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আমরা শিম চাষ করে স্বাবলম্বী হওয়ার গল্প জানবো। শিম শিম একটি প্রোটিন সমৃদ্ধ সবজি। এর বিচিও পুষ্টিকর সবুজ হিসেবে খাওয়া হয়। এটি জমি ছাড়াও রাস্তার ধারে, আইলে, ঘরের চালে, গাছেও ফলানো যায়। মাটিঃ দোআশ ও বেলে দোআশ মাটিতে শিম ভাল ফলন হয়। জাতঃ দেশে পঞ্চাশটিরও বেশি স্থানীয় শিমের জাত আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বাইনতারা, হাতিকান, চ্যাপ্টাশিম, ধলা শিম, পুটিশিম, ঘৃত কাঞ্চন, সীতাকুন্ডু, নলডক ইত্যাদি। বারি শিম ১, বারি শিম ২, বিইউ শিম ৩, ইপসা শিম ১, ইপসা শিম ২, একস্ট্রা আর্লি, আইরেট ইত্যাদি আধুনিক উচ্চ ফলনশীল জাত।

Add new comment

11 + 7 =