বিজ্ঞান জগৎ Science World (সাগরে ঢেউ সৃষ্টির পেছনে রহস্য)

সাগর বা মহাসাগর কেমন তার ধারণা আমাদের আছে। এমনকি আমরা সাগর অনেকেই দেখেছি। দেখেছি সাগরে ঢেউ ও। কিন্তু বন্ধুরা, এই ঢেউ এর সৃষ্টি কিভাবে হয়? সমুদ্রের বুকে এই উচু উচু ঢেউ আমাদের সবার কাছে এক বিস্ময়। আসুন বন্ধুরা আজকের এই বিজ্ঞান জগৎের আসরে সাগরে ঢেউ সৃষ্টির পেছনে কি রহস্য আছে তা জেনে নেই। আর অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই একটি Like, Comment করবেন এবং আপনার facebook page এ অবশ্যই Share করে আপনার বন্ধুরা যাতে জানতে পারেন এই সব, তার ব্যবস্থা করে দেবেন। আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি। ভালো ও সুস্থ থাকবেন।

Add new comment

1 + 1 =