বিজ্ঞান জগৎ (কোয়ারেন্টিন ও আইসোলেশন কি?)

আসুন শুনি বিজ্ঞান জগৎ l করোনা ভাইরাসের সংক্রমণকে বিশ্বব্যাপী মহামারী হিসেবে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) l সবাই আজ ভীত এই সংক্রামক রোগ নিয়ে l এরই মধ্যে ভীষণই শোনা যাচ্ছে দুটি শব্দ - 'কোয়ারেন্টিন' এবং 'আইসোলেশন'। কিন্তু মানুষের কাছে এই 'কোয়ারেন্টিন' এবং 'আইসোলেশন' ব্যাপারটি আসলে ঠিক কী এবং সেই সময়কালে আমাদের দৈনিক জীবন কিভাবে অতিবাহিত করা উচিৎ - তা খুব একটা স্পষ্ট নয় l আজ আসুন, এই বিজ্ঞান জগতের অনুষ্ঠানে জেনে নেই, এই 'কোয়ারেন্টিন' এবং 'আইসোলেশন' ব্যাপারগুলো ঠিক কী এবং এই 'কোয়ারেন্টিনের ও আইসোলেশনের' সময়কালে আমাদের এবং আমাদের পরিবারের সদস্যদের করণীয়। এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে অবশ্যই Like, Comment ও Share করবেন আপনার Wall এ যাতে আপনার বন্ধুরা এই বিষয়গুলো জানতে পারে l

Add new comment

7 + 1 =