Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
বিজ্ঞান জগত : করোনা প্রতিরোধে সাইকেল
Friday, July 17, 2020
দীর্ঘদিন ধরে Lockdown এর পরে ধীরে ধীরে অফিস - দোকান সব খুলছে l মানুষকে তার কর্মস্থলে যাওয়া আসা করার জন্য দরকার যানবাহন l অল্প কিছু Bus চলছে তবে Train এখনও চালু হয়নি l সরকার থেকে উৎসাহিত করা হচ্ছে সাইকেল ব্যাবহার করে কর্মস্থলে যাওয়া - আসার জন্য l চিকিৎসকেরা জানিয়েছেন যে করোনা মোকাবিলায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাইকেলের জুড়ি মেলা ভার l আসুন বন্ধুরা, আমরা আজকের এই বিজ্ঞান জগত অনুষ্ঠান থেকে জেনে নেই এই প্রসঙ্গে কিছু জানা - অজানা কথা l আর এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে অবশ্যই Like, Comment ও Share করবেন আপনার Wall এ যাতে আপনার বন্ধুরা এই বিষয়গুলো জানতে পারে l
Add new comment