Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
তেজপাতা চাষ করে স্বাবলম্বী কৃষক - সঞ্চয় স্বাবলম্বন
Wednesday, July 29, 2020
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কাদিরকোল গ্রামের কৃষক জয়নুদ্দীন খাঁ তার পাঁচ বিঘা জমিতে তেজপাতা চাষ করে দূর করেছেন সংসারের অভাব-অনটন।
বাড়তি আয়ে তার সংসার জীবন যেন হয়ে উঠেছে সজীব ও সতেজ। মাত্র ৪০ হাজার টাকা ব্যয় করে এখন বছরে প্রায় পাঁচ লাখ টাকার তেজপাতা বিক্রি করছেন।
২০০৭ সালে তিনি পাশের রাষ্ট্রের ভারতে বেড়াতে গিয়েছিলেন। সেখানে এই তেজপাতার চাষ দেখেন, এ চাষ দেখে তার খুব আগ্রহ হয় তেজপাতা চাষের। বর্তমানে তার চার বিঘা জমিতে ৪০০ তেজপাতা গাছ রয়েছে।
চলুন শুনে আসি জয়নুদ্দীন খাঁ এর গল্প।
Add new comment