Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
চেতনা
চেতনা Chetana (করোনা ভাইরাস তখন এখন।)
"প্রথম ঢেউয়ে সর্বোচ্চ সংক্রমণের সময়ে বাংলায় দু' মাসে ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল দৈনিক করোনা - আক্রান্তর সংখ্যা। আর এখন দ্বিতীয় ঢেউ শুরুর সময়ে দেখা যাচ্ছে, এক মাসে আক্রান্ত বৃদ্ধি পেয়েছে ৯০০ শতাংশ!" - 'এই সময়' সংবাদপত্র, তাং:- ০৬ এপ্রিল ২০২১.
বাংলাদেশেও করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যাও উদ্বেগজনক।
একাধিক নতুন উপসর্গ নিয়ে ফিরে এসেছে করোনা। কি সেই উপসর্গগুলো? কেন আবার এই নতুন করে করোনার ফিরে আসা? দ্বিতীয় ঢেউয়ে করোনা - আক্রান্তর হার কিরকম? কি করা উচিৎ বর্তমানে আমাদের প্রত্যেককে?
এইরকম নানাবিধ প্রশ্ন আপনার মনে যদি মনে ভিড় করে থাকে তাহলে বন্ধুরা, অতি অবশ্যই আপনাদের চেতনার এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি দেখতে ও শুনতে হবে।
এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে, সেই ভালো লাগার কথা এবং এই বিষয়ে আপনার কোনও অভিজ্ঞতা থাকলে তা অবশ্যই নিচে Comment Box এ লিখে জানাবেন। আর অনুষ্ঠানটি Like দেবেন এবং Share করে দেবেন যাতে অন্য বন্ধুরাও এই সম্বন্ধে ধারণা লাভ করতে পারেন।
Please Like, Comment and Share this Program for others to view.
#rvapastoralcare #RadioVeritasAsia #RVA_Bengali_Service #Chitrabani #Atanu_Das #Chetana #চিত্রবাণী #চেতনা #হঠাৎ_বিপত্তি #হঠাৎ_বিপদ #Sudden_Hazards #করোনা_তখন_এখন #CoronaNowThen #Covid19 #Coronavirus #করোনা_ভাইরাস
Add new comment