চেতনা

ইচ্ছা কিংবা অনিচ্ছায় সকাল থেকে রাত পর্যন্ত নানা বিষই আমাদের গলাধঃকরণ করতে হয়। মাত্রা অতীব সামান্য হলে এদের বিষ না বলে ভেজাল বলাই ভাল। আমরা খাদ্য ও পরিবেশের নানা বিষে রীতিমত সহনশীল হয়ে উঠেছি। কিন্তু বিপত্তি ঘটতে কতক্ষণ? তীব্র মাত্রার সেইসব নানা বিষ যা আমদের জীবনে বয়ে আনতে পারে অন্ধকার, নিয়ে নিতে পারে একটি তরতাজা প্রাণ তাই নিয়েই এই আলোচনা। আলোচনা এই কারণে বিষ ও বিষক্রিয়ার বিপত্তি নিজেরা থাকতে পারি সাবধান এবং অন্যদেরকে সচেতন করতে পারি বিষ ও বিষক্রিয়ার বিপত্তির থেকে।

আজ আসুন, চেতনার এই আসরে অতি গুরুত্বপূর্ণ এই ‘বিষ ও বিষক্রিয়ার বিপত্তি’ প্রসঙ্গে বিস্তারিত জানা যাক l

এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে, সেই ভালো লাগার কথা এবং এই বিষয়ে আপনার কোনও অভিজ্ঞতা থাকলে তা অবশ্যই নিচে Comment Box এ লিখে জানাবেন l আর অনুষ্ঠানটি Like দেবেন এবং Share করে দেবেন যাতে অন্য বন্ধুরাও এই সম্বন্ধে ধারণা লাভ করতে পারেন l

Please Like, Comment and Share this Program for others to view.

#rvapastoralcare #RadioVeritasAsia #RVA_Bengali_Service #Chitrabani #Banideepti #Atanu_Das #Chetana #চিত্রবাণী #চেতনা #হঠাৎ_বিপত্তি #হঠাৎ_বিপদ #Sudden_Hazards #বিষ_বিষক্রিয়া #Poison

Add new comment

6 + 1 =