Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
চেতনা : বিপদ যখন অ্যালার্জি থেকে
Tuesday, September 22, 2020
অ্যালার্জিতে কম বেশি আমরা সবাই ভুগে থাকি মাঝে মধ্যে l কিছু কিছু ক্ষেত্রে এই অ্যালার্জি বড়ই কষ্ট দিয়ে থাকে আমাদের l অ্যালার্জি থেকে আমরা সবাই দূরে থাকতে চাই l কিন্তু এই অ্যালার্জি কী ও কেন? অ্যালার্জি কীভাবে হয়? অ্যালার্জি হলে আমাদের করণীয় কী? এবং অ্যালার্জি থেকে সাবধানতা কী? অ্যালার্জি প্রসঙ্গে এইসব প্রশ্ন যদি আপনি জানতে চান ও অ্যালার্জির প্রকোপ থেকে মুক্ত থাকতে চান তাহলে বন্ধুরা আপনাদের অবশ্যই দেখতে ও শুনতে হবে চেতনার এই অনুষ্ঠানটি l এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে সেই ভালো লাগার কথা এবং এই অ্যালার্জি প্রসঙ্গে আপনার কোনও অভিজ্ঞতা থাকলে তা অবশ্যই নিচে Comment Box এ লিখে জানাবেন l আর অনুষ্ঠানটি Like দেবেন এবং Share করে দেবেন যাতে অন্য বন্ধুরাও এই অ্যালার্জি সম্বন্ধে ধারণা লাভ করতে পারেন l
Add new comment