চেতনা : টিউমার না ক্যান্সার?

দেহের যেকোনও ফোলা অংশকে চলতি কথায় বলে 'টিউমার' বা 'অর্বুদ'। মাথা থেকে পা পর্যন্ত দেহের বাইরে বা ভেতরে যেকোনও জায়গায় টিউমার দেখা দিতে পারে l স্থানভেদে এবং চরিত্র অনুযায়ী এদের নানা নাম l আমরা এই টিউমার দেখলে মনে ভয় পেয়ে যাই l মনে আসে দুশ্চিন্তা - টিউমার না কি অন্য কিছু? ক্যান্সার নয় তো? 'টিউমার' না 'ক্যান্সার' এই প্রসঙ্গে একটি ধারণা আপনি যদি পেতে চান এবং এইরকম অবস্থা জীবনে আসলে তখন ঠিক কি করবেন তা জানতে হলে বন্ধুরা আপনাদের অবশ্যই দেখতে ও শুনতে হবে চেতনার এই অনুষ্ঠানটি l এই অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে সেই ভালো লাগার কথা এবং এই বিষয়ে আপনার কোনও অভিজ্ঞতা থাকলে তা অবশ্যই নিচে Comment Box এ লিখে জানাবেন l আর অনুষ্ঠানটি Like দেবেন এবং Share করে দেবেন যাতে অন্য বন্ধুরাও এই অ্যালার্জি সম্বন্ধে ধারণা লাভ করতে পারেন l

Add new comment

1 + 2 =