Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
চেতনা (করোনা ও লোকবিশ্বাস)
Tuesday, March 24, 2020
আসুন শুনি চেতনার আসর l পৃথিবীতে বর্তমানে সব থেকে বেশি আলোচিত, সব থেকে বেশি ভয়ের কারণ হয়ে উঠেছে 'করোনা ভাইরাস' বা 'COVID - 19 Virus. এই ভাইরাসটির বয়স এই পৃথিবীতে মাত্র কয়েক মাস l আর এরই মধ্যে এই করোনা ভাইরাস নিয়ে মানুষের মনে ঢুকে বসে গেছে বেশ কিছু বিশ্বাস l মনে প্রশ্ন আসতেই পারে যে এই বিশ্বাসগুলো কি সঠিক? আর সেই প্রশ্ন যদি আপনার মনে এর মধ্যে এসে থাকে, তাহলে আজ এই 'চেতনা'র আসরটি আপনাদের এখনই দেখতে ও শুনতে হবে এবং নিজেকে যাচাই করে নিতে হবে l আর শোনার পর যাতে এই কথাগুলো আপনার বন্ধুরা জানতে পারেন তার জন্য অবশ্যই এই অনুষ্ঠানটি আপনার নিজের Page এ এবং আপনার পরিচিত Group গুলোতেও Share করে দেবেন l অনুষ্ঠানটি দেখার পরে Like Reaction দিতেও মনে রাখবেন l - প্রযোজনায় অতনু দাস l আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।ভালো ও সুস্থ থাকবেন।
Add new comment