চেতনা অনুষ্ঠান আজকের স্বাধ্বী

সারা পৃথিবী আজ করোনা ভাইরাসের করাল গ্রাসে ভীত l আর এই মহামারীর কালে আমরা খুঁজে পেলাম পশ্চিমবঙ্গের, দক্ষিণ ২৪ পরগনা জেলার একটি মেয়েকে, যে তার ছয় জন মেয়ে এবং তিন জন পুরুষ বন্ধুদের সাথে করোনা ভাইরাস সংক্রমণ থেকে মুক্ত কি করে থাকা যায় তা বুঝিয়ে চলেছেন l আজ এই চেতনার আসরে আমরা দেখবো যে তিনি কিভাবে তার গ্রামের মানুষকে নিজে হাতে করে দেখিয়ে দিচ্ছেন হাত ধোয়ার সঠিক পদ্ধতিগুলো l তিনি আমাদের কাছে এক অনন্য স্বাধ্বী। আসুন তাহলে দেখা যাক কি ভাবে এক সাধারণ মেয়ে, এক অসাধারণ কাজ করে চলেছে তার বন্ধুদেরকে পাশে নিয়ে প্রচারের অলক্ষ্যে অলক্ষে। আর এই অনুষ্ঠানটি দেখার পর ভালো লাগলে অবশ্যই Like, Share করবেন এবং Comment Box এ মতামত জানিয়ে মানসিক ভাবে পাশে থাকবেন আমাদের আজকের স্বাধ্বীর। (Saints Next Door) আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।ভালো ও সুস্থ থাকবেন।

Add new comment

3 + 1 =