Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
করোনা ভাইরাস প্রতিরোধে আমরা
Thursday, April 30, 2020
আজ প্রতিটা মানুষের মুখে, মুখে ঘুরছে একটিই কথা - করোনা ভাইরাস ! বর্তমানে সারা বিশ্বের ত্রাস হয়ে উঠেছে এই মারণ ভাইরাস l মানুষের মনে এখন ঘুরছে মূলত: দুটি চিন্তা ! কি সেই চিন্তা দুটি? সে কথাগুলো জানার ইচ্ছা যদি থাকে, তাহলে বন্ধুরা, চেতনার আজকের এই অনুষ্ঠানটি আপনাদেরকে শুনতেই হবে। আসুন এই অনুষ্ঠানটি নিজেদের Pageএ ও পরিচিত Group গুলোর Pageএ Share করার মাধ্যমে অন্যদেরও সাহায্য করি কথাগুলো জানাতে l কারণ এই ভাবেই আমরা পারি এই মারণ ভাইরাসের করাল গ্রাস থেকে এক মুক্ত, সুস্থ, সুন্দর পৃথিবী আবার পেতে। আর এই প্রসঙ্গে আপনি আপনার অভিজ্ঞতা, ও মতামত আমাদের এবং সব বন্ধুদের কাছে জানাতে পারেন নীচে Comments Box এ আপনার মনের কথাটি Type করে l অনুষ্ঠানটি দেখার পরে Like Reaction দিতেও মনে রাখবেন l আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।ভালো ও সুস্থ থাকবেন।
Add new comment