করোনা'র বিরুদ্ধে লড়াই

 

আসুন আজ শুনি এক গল্প l এ কোনও রাজ-রানী'র গল্প নয় l এই গল্প অতি সাধারণ এক মেয়ে ও তার সহযোগী আরো ছয় জন মেয়ে এবং তিন জন পুরুষের গল্প l সারা পৃথিবীতে করোনা ভাইরাস বর্তমানে দাপিয়ে বেড়াচ্ছে l ভারতে যবে থেকে এই ঘাতক ভাইরাসের প্রবেশ, প্রায় তখন থেকেই এরা এই দশ জন - সম্মিলিত ভাবে, তাদের নিজেদের এলাকায়, সম্পূর্ণ নিজেদের প্রয়াসে, বেশ কিছু সেবামূলক কাজ করে মানুষের সাহায্য করে যাচ্ছেন নিস্তব্ধে। আসুন, আজ এই চেতনার আসরে পরিচিত হই তাদের এবং তাদের কর্মকান্ডের সাথে l আর এই অনুষ্ঠানটি দেখার পরে হয়তো আমরাও পারবো তাদের মতোই অনুরূপ কিছু কাজ নিজেদের এলাকায় করতে এবং মানুষকে তথাপি সাহায্য করতে l এই অনুষ্ঠানটি নিজেদের Pageএ ও পরিচিত Group গুলোর Pageএ Share করার মাধ্যমে অন্যদেরও সাহায্য করি সঠিক পদ্ধতিগুলো জানাতে l কারণ এই ভাবেই আমরা পারি এই মারণ ভাইরাসের করাল গ্রাস থেকে এক মুক্ত, সুস্থ, সুন্দর পৃথিবী আবার পেতে। অনুষ্ঠানটি দেখার পরে Like Reaction দিতেও মনে রাখবেন l আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি।ভালো ও সুস্থ থাকবেন।

Add new comment

2 + 1 =