করোনার এই সময়ে আমাদের করণীয়

করোনার এই সময়ে ঘরে বসেই চাইলে আমাদের হাতের তৈরি বিভিন্ন জিনিস বিক্রি করে কিছু টাকা আয় করতে পারি । এছাড়াও সামনে ঈদ তাই আমরা অনেকেই হয়তো ব্যস্ত হয়ে যাবো কেনাকাটাতে, কিন্তু এই কেনাকাটা যেন আমাদের কান্নার কারণ না হয় তাই সচেতন থেকে আমাদের পথ চলতে হবে। 

তাই  চলুন যতটুকু সম্ভব এই সময়টা আমরা স্বাস্থ্যবিধি মেনে পথ চলি আর পরিবারের সবাইকে নিরাপদ রাখি।

এই বর্তমান কালে করোনা ভাইরাস একটা বড় ভয়ের কারণ। কেন আমাদের মনের মধ্যে এত ভয় । মনের মধ্য থেকে এই ভয় দুর করতে হবে। আর কী ভাবে আমরা এই ভয় দুর করব তার কয়েকটি নিয়ম আপনাদের সাথে সহভাগিতা করছি। এই বিষয় নিয়ে আমদের আজকের অনুষ্টান করোনার এই সময়ে আমাদের করণীয়।

Add new comment

5 + 2 =