আ‌মি ধরিত্রী মা'

'আ‌মি ধরিত্রী মা' আজ ' Mother Earth day' বা 'ধ‌রিত্রী দিবস' যার মাতৃ‌স্নে‌হে আমরা সমগ্র জীবকুল লা‌লিত পা‌লিত হ‌য়ে থা‌কি, যার সমস্ত দান‌ে আমরা সমৃদ্ধ। সেই ধ‌রিত্রী‌কেই আমরা ঠে‌লে দি‌য়ে‌ছি ধ্বং‌সের মু‌খে আর নি‌জে‌রাও মত্ত হ‌য়ে উঠে‌ছি সেই ধ্বংসলীলায়। আপনারা কি ম‌নে ক‌রেন, স‌ত্যিই কি আমরা ধ্বং‌স ডে‌কে আন‌ছি সমগ্র জীবকু‌লের জন্য। য‌দি স‌ত্যি তাই হয় ত‌বে আমা‌দের প্র‌ত্যে‌কের কি করা উচিত তা অবশ্যই । জানা‌বেন আপনা‌দের মূল্যবান মতাম‌তের মধ্য দি‌য়ে। সবাই ভাল থাকুন, সবাই‌কে ভাল বাখুন, সমগ্র বিশ্ব‌কে ভাল রাখুন

 

Add new comment

10 + 1 =