হে ধন্যা কুমারী মেরী

হে ধন্যা কুমারী মেরী, তুমি বাগদক্তা বধু ছিলে

গাব্রিয়েল দূত সংবাদ দিলে তুমি সকল নারীর ধন্যা হলে

আজ এই দিনে স্বর্গ মর্ত, মুখরিত তোমার জয়গানে

হে ধন্যা কুমারী মেরী।

Add new comment

4 + 14 =