সূর্য চন্দ্র, বন্দনা কর তাঁর - ভক্তিগীতি অনুষ্ঠান

সূর্য চন্দ্র, বন্দনা কর তাঁর

বন্দনা কর, হে নিখিল সংসার

আগুন, তুষার, গিরিমরুদেশ

অসীম জলধি,আকাশ অশেষ

জাগাও বীণায় পুলকিত ঝংকার।

তাঁরি নির্দেশে স্পর্শগন্ধসহ

বিশ্ব করেছে মূর্তি পরিগ্রহ।

সাগর মেনেছে তটের বাঁধন

বহতা তটিনী, ছুটেছে পবন

ঢেউ ওঠে পড়ে আলো আর তমসার।

 

প‌রি‌বেশনায় : সাধু যোসেফ সেমিনারির ছাত্রবৃন্দ

 

 

Add new comment

6 + 9 =