সাধু জন মেরি ভিয়ান্নীর

পর্ব দিনের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ মহান সাধু জন মেরি ভিয়ান্নীর পর্ব দিন।

তিনি সমস্ত ডায়সিসিয়ান ফাদারদের প্রতিপালক এবং সমস্ত পালক পুরোহিতদের আদর্শ।

তিনি জন্মগ্রহণ করেন ৮ই মে ১৭৮৬ সালে ফ্রান্সের ডারডিলিতে।

ফ্রেঞ্চ রেভ্যুলেশন এর মত সময় অনেক বাধা বিঘ্ন পার হয়ে, ঠিকমতো স্কুল-কলেজে পড়াশোনা করতে না পেরেও, কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের মাধ্যমে ১৮১৫ খ্রিস্টাব্দে তিনি পুরোহিত পদে অভিষিক্ত হন। ১৮১৮ খ্রিস্টাব্দে তাকে ফ্রান্সের একটি প্রত্যন্ত অঞ্চলে আর্স নামক ধর্মপল্লীতে পাঠানো হয়।

তিনি তার প্রার্থনা ও জীবনাদর্শে সেখানকার মানুষকে ধর্মের পথে পরিচালিত করেন।

মা মারীয়ার প্রতি ভক্তি,ঈশ্বরের উপর দৃঢ় বিশ্বাস ও আস্থা সর্বোপরি আত্মত্যাগের আধ্যাত্মিকতা তাঁকে সকল পুরোহিতের আদর্শ করে তুলেছে।

যেখানকার মানুষ উৎশৃংখল জীবনযাপন ও অধার্মিক জীবনযাপনের জন্য সবার কাছে পরিচিতি লাভ করেছিল তারাই সেই প্যারিসের সেই ধর্মপল্লীর সকলে আদর্শ ধর্মপল্লী রূপে আদর্শ খ্রিস্টান রূপে নিজেদের কে প্রকাশ করেন। দরিদ্রতা সুচিতা ও বাধ্যতা একজন পুরোহিতের জীবনের লক্ষ্য, তা তিনি আমৃত্যু পালন করে গেছেন।

১৪ থেকে ১৮ঘন্টা পাপ স্বীকার শোনা,

দারিদ্রতা অবলম্বন করে বছরের পর বছর শুধু সেদ্ধ আলু খাওয়া, অসহায় ক্ষুধার্ত মানুষের সঙ্গে তা ভাগ করে নেওয়া, সর্বোপরি প্রার্থনা ও আত্মসংযমের জীবন নিঃশব্দে তাঁকে সকলের আদর্শ করে তুলেছে। ৪ঠা আগস্ট ১৮৫৯ খ্রিস্টাব্দে তিনি প্রভুর কাছে ফিরে যান।

তার এই পর্ব দিনে আমরা সকল ডায়সিসিয়ান পুরোহিতদের কে এবং পালক পুরোহিতদের কে রেডিও ভেরিতাস এশিয়ার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

সাধু জন্মের ইরানির আদর্শ অনুসরণ করে খুব সাধারণ জীবন যাপন করে প্রার্থনা, দারিদ্রতা, পবিত্রতা এবং বাধ্য তার অনুসরণ করে যেন তারা যীশুর অনুগামী হতে পারে।- ফাদার সৌমিত্র মাখালের প্রতিবেদন।

Add new comment

4 + 1 =