সব‌কিছুর ওপর ভালবাসা

আমি য‌দি মানু‌ষের ও স্বর্গদূতদের ভাষায় কথা বল‌তে পা‌রি, অথচ আমার অন্ত‌রে য‌দি না থা‌কে ভালবাসা, তাহ‌লে আমি ঢংঢঙা‌নো কাঁসর বা ঝনঝ‌নে করতাল ছাড়া  আর কিছুই নই। আর আমি য‌দি প্রাব‌ক্তিক বাণী ঘোষনা কর‌তে পা‌রি, য‌দি উপল‌ব্ধি কর‌তে পা‌রি সমস্ত রহস্যাবৃত সত্য, জান‌তে পা‌রি ধর্মজ্ঞা‌নের সমস্ত কথা,  য‌দি আমার অন্ত‌রে থা‌কে পর্বত স‌রি‌য়ে দেবার ম‌তো পূর্ণ বিশ্বাস, অথচ অন্ত‌রে না থা‌কে ভালবাসা, তাহ‌লে আমি তো কিছুই নই। আর য‌দি আমি আমার সমস্ত কিছুই দীন দ‌রি‌দ্রের ম‌ধ্যে বি‌লি‌য়ে দিই এমন কি আমার নি‌জের দেহ  ও আগুনে স‌ঁপে দিই, অথচ আমার অন্ত‌রে য‌দি না থা‌কে ভালবাসা, তাহ‌লে তা‌তে আমার কোন লাভই নেই। ভালবাসা নিত্য স‌হস্ষিু, ভালবাসা স্নেহ কোমল। তারম‌ধ্যে নেই কোন ঈষা। ভালবাসা কখ‌নো বড়াই ক‌রে না, উদ্ধতও হয় না, রুক্ষও হয়না। সে স্বার্থপর নয়, বদ‌মেজাজীও নয়। প‌রের অপরাধ সে কখ‌নো ধ‌রেই  না। অধ‌র্মে সে আনন্দ পায় না, বরং সত্য‌কে নি‌য়েই  তার আনন্দ । ভালবাসা সমস্তই ক্ষমার চো‌খে দে‌খে; তার বিশ্বাস সীমাহীন, সীমাহীন তার আশা ও তার ধৈর্য। (১করিন্থীয় ১৩:১-৭ পদ )।

Add new comment

5 + 15 =