যীশু ডা‌কেন তোমায়

যীশু ডা‌কেন তোমায়, স্নে‌হের দু'‌টি হাত বাড়া‌য়ে বা‌রে বার, যীশু ডা‌কেন তোমায়। দুঃ‌খের দি‌নে তি‌নি সান্তনা দে‌বেন অামায়। যীশুর প্র‌তি ভ‌ক্তি যার থা‌কে অ‌বিচল, অসীস কৃপা পায় সে নি‌তি তাঁহার।‌ চো‌খের জল মু‌ছে তোমায়, কর‌বেন চো‌খের ম‌ণি।

দূ‌রি‌বে তোমার ব্যথার কা‌লো মেঘ, দয়াল প্রভুই বিপ‌দে এাণ। চরম ব্যথায় তু‌মি, অামার ম‌নের শ‌ক্তি। তু‌মি যে অামার মু‌ক্তির উজ্জ্বল অা‌লো, বিলম্বী হ‌য়ো না এ‌সো সত্বর। নিরাময়কারী তি‌নি,  সর্ব রোগ শোক ব্যা‌ধির। ভ‌ক্তি‌চি‌ত্তে যারা ডা‌কে তাঁহা‌রে, পূর্ণ হ‌বে সে প্রভুর স্নে‌হে।

Add new comment

8 + 4 =