যীশুর নববিধান প্রাচীন বিধানের পূর্ণ রূপ

তোমরা এই কথা মনে ক’রো না যে, আমি মোশীর বিধান বা প্রবত্তাদের নির্দেশ বাতিল করতে এসেছি। আমি তা বাতিল করতে আসিনি, বরং পূর্ণ করতেই এসেছি। আমি তোমাদের সত্যিই বলছি, আকাশ  ও পৃথিবী যতদিন বিলুপ্ত নি হয়, ততদিন বিধানের বিন্দুবিসর্গও লোপ পাবেনা; তার আগেই, যা-কিছু ঘটবার কথা, সবই ঘটবে। তাই এই সব আদেশের মধ্যে গৌণতম আদেশগুলির একটিও যদি কেউ লঙঘন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে তুচ্ছতম ব’লেই গণ্য হবে। কিন্তু যদি কেউ সেই সব আদেশ পালন করে ও পালন করতে শেখায়, তাহলে স্বর্গরাজ্যে সে মহান ব’লেই গণ্য হবে। 

Add new comment

3 + 5 =