ভ‌ক্তিগী‌তি

১ সি‌য়ো‌নের যাত্রা প‌থে , ভয় ক‌রো না বৃথা মন যে আমার । আব্রাহামের ঈশ্বর, ইসাহা‌কের ঈশ্বর, যা‌কো‌বের ঈশ্বর স‌ঙ্গে আছে ভাই।।                       

২ মানু‌ষের চো‌খে আমি , হীন হ‌লেও দুঃখ কিছু নাই।  ঈশ্ব‌রের চো‌খে আমি চির শ্রেষ্ঠ হ‌তে সদা চাই।                                    

৩ ঈশ্বরই আশ্রয় আমার , চা‌হি না কিছু আমি আর , চির সহায় যে আমার , সে তো নিরাপদ আশ্রয় আমার।।                               

৪ আর কিছু চাই না, প্রভু , সব কিছু দি‌য়ে‌ছো তু‌মি।  স্বর্গ হ‌তে মান্না দা‌নে , লালন পালন ক‌রেছ মো‌দের।।             

৫ ঝড় তুফান নৌকা আমার , কাৎ হ‌য়ে যায় মাঝ নদী‌তে।  বিপদ বেলায় ডা‌কি যাঁ‌রে , দে‌খি তাঁ‌রে নৌকার উপ‌রে।।

Add new comment

2 + 4 =