Radio Veritas Asia Buick St., Fairview Park, Queszon City, Metro Manila. 1106 Philippines | + 632 9390011-15 | +6329390011-15
ভক্তিগীতি
Sunday, June 21, 2020
১ সিয়োনের যাত্রা পথে , ভয় করো না বৃথা মন যে আমার । আব্রাহামের ঈশ্বর, ইসাহাকের ঈশ্বর, যাকোবের ঈশ্বর সঙ্গে আছে ভাই।।
২ মানুষের চোখে আমি , হীন হলেও দুঃখ কিছু নাই। ঈশ্বরের চোখে আমি চির শ্রেষ্ঠ হতে সদা চাই।
৩ ঈশ্বরই আশ্রয় আমার , চাহি না কিছু আমি আর , চির সহায় যে আমার , সে তো নিরাপদ আশ্রয় আমার।।
৪ আর কিছু চাই না, প্রভু , সব কিছু দিয়েছো তুমি। স্বর্গ হতে মান্না দানে , লালন পালন করেছ মোদের।।
৫ ঝড় তুফান নৌকা আমার , কাৎ হয়ে যায় মাঝ নদীতে। বিপদ বেলায় ডাকি যাঁরে , দেখি তাঁরে নৌকার উপরে।।
Add new comment