ভক্তি গীতি

গান- এত ভালবাসা তুমি

কথা ও সুর- দিলীপ মজুমদার

 

 

এত ভালবাসা তুমি দিলে ওগো প্রভু

মলিনতার মাঝে যেন তোমায় না ভুলি কভু।

যখন ছিলেম একা

দুটি হাত ধরে দিয়েছিলে তুমি দেখা।

তােমার চরনে রাখ মোরে প্রভু

এই প্রার্থনা শুধু , তোমায় না ভুলি কভু।

জীবনে যখন ঘনাবে আঁধার

আলো দিয়ো তুমি জ্বেলে শান্তির শুধা ঢেলে।

সংসার শ্রোত মাঝে

জীবন বীণা তারখানি তোমার সুরেতে বাজে।

শ্রান্তজনের চির সাথী তুমি এই জানি আমি প্রভু

তোমায় না ভুলি কভু।

Add new comment

3 + 2 =