ভক্তি গীতি

আমার এ প্রাণ তোমাকে চায় খোঁজে শুধু দূর নীলিমায় তুমি থাক হৃদয়েতে আপন মহিমায়।।

আকাশে সূর্য চন্দ্রময় ভেসে ওঠে আলোক ধারায় নদী-গিরি- বন মৃদু সমীরণ তোমার স্পর্শ পায়। তাই এ মন হয়ে মগন অনন্তে মিলায়।।

বিহঙ্গ- গানে তুমি কথা কও সুরম্য ধ্যানে তুমি ধরা দাও। মুর্ছনা জাগে কণ্ঠে মোর মহাভাবে থাকে বিভোর।

ছন্দ যে তার দিবস - রজনী তোমার দেখা পায়। তাই এ মন হয়ে মগন সুদূরে হারায়।। 

Add new comment

14 + 0 =