ভক্তি গীতি

তোমার মঙ্গলালোক হতে যদি জ্বেলে দাও তবে মঙ্গল শিখা

তব মহিমার রূপে তাহা প্রদীপ্ত হোক।

মোর দীপাধারে যদি কভু নিভে যায় মাটির প্রদীপ

তব মহিমার রূপে তাহা প্রদীপ্ত হোক ।।

নিরাশার আঁধারে যদি ডুবে যাই যদি আলোর নিশানা হারাই

তব মহিমার রূপে তাহা প্রদীপ্ত হোক ।।

ঘোর অমানিশা দুঃখের রাতে যদি কভু না পাই দিশা

তব মহিমার রূপে তাহা প্রদীপ্ত হোক।।

Add new comment

3 + 1 =