ভক্তি গীতি

গান- যেখানে ভালবাসা, সেখানেই ভগবান কথা ও সুর- ফাদার অবনী সরদার যেখানে ভালবাসা, সেখানেই ভগবান ভগবান ভালবাসা ।। ১। প্রভু যীশুর ভালবাসায় মিলেছি একতানে তাঁরি সাথে সেবি মোরা সত্য ভগবানে।। ২। স্বর্গের প্রভু ভালবেসে সবে ভূমিতলে এল নেমে মৃত্যু সহিল ক্রুশের 'পরে তাঁরি সেই মহাপ্রেমে।। ৩। সকল প্রেমের উৎস হ'ল প্রভু ভগবান যারা আসে তাঁর প্রেমের বানে পাবে রে পরিত্রাণ।। ৪। পরস্পরকে ভালবাসে যারা, ভালবাসে ভগবানে প্রভু যীশুর প্রেমের বাণী তারা ছড়ায় ভুবনে।। ৫। ভালবাসাতে নাইকো বিবাদ, ভালবাসায় নাই ভয় ভালবাসাতে সবই ভাল, সবই আনন্দময়।।নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট । https://bengali.rvasia.org/ এছাড়াও সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের সাথে যুক্ত হতে ভিজিট করুন । Facebook: http://facebook.com/veritasbangla YouTube: http://youtube.com/veritasbangla Twitter: https://twitter.com/banglaveritas Instagram: http://instagram.com/veritasbangla

 

Add new comment

4 + 0 =