ভক্তি গীতি

পবিত্র আত্মায় পূর্ণ হতে আজ মোরা এসেছি হেথায়।

ঐশ কৃপা আর তোমার মহাদান দাও তুমি উজাড় করে।   

অনাথ অবস্থায় ফেলে যাব না যেনে রেখো তোমরা।

তোমাদের  উপর পিতা  মোর পাঠাবেন সত‍্যের  আত্মা।

সহায়ক  আত্মা যবে  আসেন বাস করেন সদা অন্তরে।

স্মরণ করাবেন  তিনি তোমাদের শাশ্বত তার বাণী।

ভ‌ক্তিগী‌তি; প‌রি‌বেশনায় সিষ্টার গ্রে‌সি গ‌মেজ, সিষ্টার কাকলী রোজা‌রিও আরএনডিএম, ব্রাদার সরোজ গ‌মেজ সি এস সি, ব‌নিফাস, ম‌া‌রিও টপ্য, নিরাপদ হাসঁদা, বাবুল বর্মন, প্রনয় গ‌মেজ, শিমন না‌নোয়ার, তবলায় সহ‌যোগীতা রতন দাস।

Add new comment

13 + 0 =