ভক্তি গীতি অনুষ্ঠান

সকল জীবনের উৎস তুমি

সব কিছুর চরম লক্ষ্য তুমি

বিশ্ব সৃষ্টি স্থিতিগতি আদি অন্ত

তোমাতেই প্রেমের ঈশ্বর ও হ্নদয় দশী

করুণাময় পিতা তুমি

 

অন্তবিহীন বাণী তুমি

অদৃশ্য ঈশ্বরের প্রতিমূতি

প্রকাশিতে পিতার মহিমা দীপ্তি

মানুষের বেশে ঈশ্বর তুমি

তুমিই অন্তত জীবনের জলধারা

শ্বাশত জীবনের

তুমি উজ্জ্বল প্রভাতীতারা

 

সত্যময়ী আত্না তুমি

পবিত্রতার গৃহ তুমি

 প্রজ্ঞা প্রেমের উৎস তুমি

করুণার ধারা তুমি

জীবনের স্পন্দন তুমি

 

প্রতিদিন প্রতিক্ষণে

 তোমারই মহিমা গানে

মুখরিত ধরাতল

যুগে যুগান্তরে ।

 

 

Add new comment

11 + 1 =