ভক্তি গীতি অনুষ্ঠান

তোমারি বরষে মনের হরষে গাহি তব জয়গান

নেচে উঠে মনপ্রাণ ।।

ঐশ মানব প্রেমের কাব্যে সুধা প্রবাহমান

মুক্তি নিগূঢ়তত্ত্বে তোমার শ্রেষ্ঠ অবদান ।।

শুচিতাভরণে সাজালো তোমার হৃদয়কুঞ্জবীথি

বাণী পেলো রূপ পুত্র যীশু মুক্তি-প্রেমসারথী।।

মুক্তিদাতার মা জননী ত্রি-মণ্ডলীর প্রাণ

তোমার অনুরোধে বিশ্ব পাবে পরিত্রাণ।।

Add new comment

11 + 0 =