ভক্তি গীতির আসর

হরিণীর মত আমার কথা- মতিলাল দাস সুর- সুশীল বাড়ৈ ১।হরিণীর মত আমার সদা পিপাসিত মন। জলস্রোতের আকাঙ্ক্ষাতে ব্যস্ততায় করে ভ্রমণ ।। তেমনি হে পিতা ঈশ্বর আকাঙ্ক্ষা করতেছি তোমার দেখা দেও জীবিত ঈশ্বর জুড়াতে তাপিত জীবন।। ২। তোমার ঈশ্বর গেছে কোথায় সদা লোকে বলে আমায় সেই দুঃখে করুণাময়, নেত্রজল করি ভক্ষণ ।। ৩। জল আত্মায় বাপ্তিস্ম নিব আদিপাপের ক্ষমা পাব ঈশ্বরের সাক্ষাতে যাব শান্তিতে পূরিবে মন।। নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনতে আমাদের সাথেই থাকুন ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ।

Add new comment

4 + 13 =