ভক্তি গীতির আসর

আমি তােমার কাননে একটি ফুল আমায় তুলে লও, প্রভু, আমায় তুলে লও। আমার গন্ধ সুবাস রূপ মাধুরী যা আছে। দিলেম প্রভু, সবই সঁপে তােমারই কাছে ত আমায় নিয়ে ডালি সাজাও আমায় তুলে লও, প্রভু, আমায় তুলে লও।। আমার যা আছে সব তা চরণে সঁপিতে চাই। তােমার তরে এ জীবন হারাতে যে চাই আমায় নিয়ে ডালি সাজাও আমায় তুলে লও, প্রভু, আমায় তুলে লও।।

Add new comment

4 + 3 =